ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটি নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে যে আপনাকে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করতে হবে যদি আপনি এই কাজটি না করেন তাহলে আপনাকে হাজার টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কাজটি আপনি কিভাবে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সম্পন্ন করবেন।
প্যান কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করতে হয়?
বাংলার আলো ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
এই কাজটি সম্পন্ন করার জন্য আপনাকে অবশ্যই সবচেয়ে প্রথম গুগলের সার্চ বারে গিয়ে টাইপ করতে হবেincometax.gov.in অথবা আপনি টাইপ করতে পারেন e filling এরপর সার্চ করুন।
➤➤➤➤চোখ রাখুন আমাদের অন্যান্য পোস্টে
➥প্রধানমন্ত্রী কিসান সাম্মান নিধি যোজনা কি?
এরপর আপনি পৌঁছে যাবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে আওয়ার সার্ভিস নামে যে অপশন আছে। এ ছাড়াও আরও বেশ কিছু অপশন দেখতে পাবেন।
ওখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে লিঙ্ক আধার ওই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার নম্বরটি লিঙ্ক করতে পারবেন। আর এই কাজটি না করলে আপনাকে হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে।
তৃতীয় যে অপশন রয়েছে ওই অপশনটিতে ক্লিক করলে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা। অর্থাৎ আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার নম্বর অলরেডি লিঙ্ক আছে কিনা তার স্ট্যাটাস চেক করতে পারবেন।
আপনাকে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করতে হবে এরপর আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন সেখানে লেখা রয়েছে লিঙ্ক আধার।
প্রথম বক্সে আপনি আপনার প্যান কার্ড নম্বরটি লিখবেন।
দ্বিতীয় বক্সটিতে আপনি আপনার আধার নম্বর টি সঠিক ভাবে লিখবেন।
তৃতীয় বক্সে আপনার আধার কার্ডে যেভাবে নামটি লেখা রয়েছে ঠিক সেভাবেই আপনার নামটি লিখবেন।
এরপর পরের বক্সে মোবাইল নম্বরটি দেবেন এবং নিচে দেখতে পাবেন দুটি চেকবক্স আছে আপনি আপনি প্রথম বক্স থেকে বাদ দিয়ে দ্বিতীয় বক্সটিতে টিক মার্ক দেবেন। এবং লিঙ্ক আধার এই অপশনটিতে ক্লিক করবেন।
প্রথম অপশনটিতে ক্লিক করার দরকার তখনই পড়বে যখন আপনার আধার কার্ডে শুধুমাত্র ডেট অফ ইয়ার থাকবে যদি আপনার আধার কার্ডের ডেট অফ বার্থ সহ উল্লেখ থাকে তাহলে আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে না।
কিন্তু যদি দেখা যায় যে আপনার আধার কার্ডের সম্পূর্ণ ডেট অফ বার্থ হয়েছে তাহলে আপনাকে প্রথম অপশনটিতে ক্লিক করতে হবে না এরপর দ্বিতীয় অপশনটিতে আপনি ঠিক করবেন যেখানে লেখা রয়েছে -আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড।
এটিতে ক্লিক করার পর লিঙ্ক আধার অপশনটিতে ক্লিক করবেন সম্পূর্ণ ফরমটি ফিলাপ করার আগে অবশ্যই দেখে নেবেন ডানদিকে কিছু নোটস দেওয়া আছে। সেগুলির মধ্যে দু'নম্বর অপশনটিতে বিশেষ গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়া আছে যে আধার নম্বর এর সাথে আপনার নাম অবশ্যই ম্যাচ করতে হবে এখানে একটি বিষয় বলে রাখি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে এমন কোন কথা নেই যেকোনো মোবাইল নম্বর দিয়েই আপনি এই কাজটি করতে পারবেন।
যখনই আপনি লিঙ্ক আধার অপশনটিতে ক্লিক করবেন তখনই আপনার একটি মেসেজ শো করবে যদি আপনার আগে থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থেকে থাকে তাহলে ওখানে একটি মেসেজ শো করবে যে -ইওর পেনিস অলরেডি লিঙ্কড টু গিভেন আধার। কিন্তু যদি না থাকে তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এবং ওটিপি আপনি এন্টার করার পর সাবমিটএ ক্লিক করবেন, আপনার প্যান কার্ড আধার কার্ডের সাথে লিংক হয়ে যাবে।
এ কাজটি আপনি আপনার মোবাইল ফোনের রাইট মেসেজ অপশন থেকেও করতে পারবেন একটি মেসেজ সেন্ড করার মাধ্যমে।
এখন আপনি লিখবেন ইউআইডি পিন স্পেস আপনার 12 ডিজিট আধার কার্ড স্পেস দিয়ে আপনার 10 সংখ্যার প্যান কার্ড নম্বর এবং এই মেসেজটি কে সেন্ড করবেন 56161নম্বরে অথবা 567678 নম্বরে।