প্রশাসনিক মহল জানাচ্ছে চলতি আর্থিক বছরে (২০২১-২২)খাদ্যসাথী এবং দুয়ারে রেশন প্রকল্পের জন্য বরাদ্দের টাকা থেকে প্রায় ২৯৭৮ কোটি টাকা বেশি খরচ করতে হয়েছে সরকারকে।
এই খরচ সামলানোর জন্য সরকার নাজেহাল হয়ে পড়েছে। সে জন্য চলতি আর্থিক বছরের পরবর্তী যে আর্থিক বর্ষের জন্য বাজেট পেশ করা হয়েছে,সেই বাজেটে যাতে খরচ কমিয়ে আনা যায় সে জন্য তড়িঘড়ি রেশন কার্ড এবং খাদ্যসাথী প্রকল্পের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য সরকার নির্দেশ দিয়েছে। এবং তাতে দেখা গেছে যে প্রায় ১কোটি ৭০ লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় করা গেছে ।
এবং এর ফলে সরকারের প্রায় আড়াই হাজার কোটি টাকা বাঁচবে। চলতি বছরে প্রায় আড়াই হাজার কোটি রেশন কার্ড বাতিল করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
তবে প্রশাসনিক মহল এটাও ব্যাখ্যা করেছেন যে কার্ডগুলো নিষ্ক্রিয় করা হলেও পুরোপুরি বাতিল বলে ঘোষণা করা হলো না। উপভোক্তা তার উপযুক্ত তথ্য-প্রমাণ দিয়ে তার উপস্থিতি প্রমাণ করতে পারলেই কার্ড পুনরায় চালু করে দেয়া হবে।
মূলত মৃত কার্ডগুলিকেআইডেন্টিফাই করার জন্যই এই প্রক্রিয়া। কিন্তু ভুয়ো বা মৃত মানুষেরা সেই প্রমাণ দিতে পারবেননা ।এতে জালিয়াতি ঠেকানো যাবে এবং অনেক কার্ড নিষ্ক্রিয় করা সম্ভব হবে।
অনেক প্রকল্পেই এখন ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা জানাচ্ছেন, "সাম্প্রতিক বিধানসভায় যে অতিরিক্ত খরচ বাজেটে দেখানো হয়েছে তাতে বাতিলযোগ্য রেশন কার্ড নিষ্ক্রিয় করে যে টাকা বাঁচানো সম্ভব হবে সেই টাকা পরবর্তী আর্থিক বছরেও কাজে লাগানো যেতে পারে।"
এবং প্রশাসনিক কর্তারা এটাও জানাচ্ছেন যে সব খরচ এবং ভর্তুকি মিলিয়ে এক কেজি চালের জন্য সরকারকে খরচ করতে হতো ২৮ টাকা।
সে অনুপাতে বিনামূল্যে রেশন পরিষেবা যখন থেকে চালু হয়েছে তখন থেকে সরকারের খরচ দাঁড়িয়েছে বিপুল। তাই তারা মনে করছেন যে এই খরচ কমানো সম্ভব হলে অতিরিক্ত খরচ কমে আসবে।
প্রত্যেকটা উপভোক্তা যাতে তাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবিলম্বে যুক্ত করে নেন এই আবেদন রেখেছেন খাদ্য দপ্তরের এক পদস্থ কর্মচারী।
এখন জেনে নেওয়া যাক আপনার কার্ডটি ব্লক হলো
কিনা সেটা কিভাবে চেক করবেন==>>
প্রথমে আপনাকে গুগল সার্চ বারে এসে লিখতে হবে https://food.wb.gov.in/ খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর রেশন কার্ড অপশন অথবা নিচে দেওয়া ইনকোয়ারি অপশনের মধ্যে ভেরিফাই রেশন কার্ড অপশনটিতে ক্লিক করবেন।
এরপর পরবর্তী পেজে পৌঁছে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে রেশন কার্ড নম্বর এবং কার্ডের ক্যাটাগরি চাওয়া হচ্ছে। আপনার রেশন কার্ড নম্বর এবং কার্ডের ক্যাটেগরি দেওয়ার পর নিচে দেওয়া ক্যাপচা ফিলাপ করে সার্চ অপশনটিতে ক্লিক করবেন।