আজকের এই পোস্টে আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চলেছি ।আজকে জানাবো আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন সাথে এটাও জানাবো যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন।
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনকাম ট্যাক্স এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার এর যেকোন ব্রাউজার ওপেন
করবেন এবং সার্চ বক্সে টাইপ করবেন https://www.incometax.gov.in/ এই লিংকে ক্লিক করে ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাতে পারবেন ।
ওয়েবসাইটে আসার পর বামদিকে কুইক লিংক এর আন্ডারে বেশ কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন ।
আপনি যেহেতু আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে চাচ্ছেন । সেহেতু আপনি লিঙ্ক আধার এই অপশনটিতে ক্লিক করবেন । ক্লিক করলেই আপনার সামনে পরের পেজ খুলে যাবে । চাইলে আপনি ফর্মটি ফিলাপ করার আগে ইনকাম ট্যাক্স এর অফিশিয়াল পেজে দেওয়া ইনস্ট্রাকশন ভালোভাবে পড়ে নিতে পারেন ।
প্রথম ফিল্ডে আপনি আপনার
প্যান কার্ড নম্বর লিখবেন এবং পরের ফিল্ডে আপনার আধার কার্ড নম্বর লিখে ভ্যালিডেটে
এ ক্লিক করবেন । ভ্যালিডেটে ক্লিক করলে যদি একটি মেসেজ শো করে যে ইউর প্যান ইজ অলরেডি
লিঙ্ক টু আধার তাহলে তাদেরকে আর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার দরকার নেই
। কারণ আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে আছে ।
আর যদি লিংক না থাকে তাহলে
পরবর্তী অন্য একটি মেসেজ শো করবে যেখানে আপনাকে এনএসডিএল এর একটি পেমেন্ট পোর্টাল এর
লিংক দেখানো হবে, যাতে আপনি এক হাজার টাকা ফি প্রদানের পর সরাসরি আপনার প্যান কার্ডের
সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন । অবশ্যই পেমেন্ট করার সময় CHALLAN NO/ITNS280
এই লিংকে প্রবেশ করে তবে পেমেন্ট করবেন অন্যথায় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন ।
পেমেন্ট পেজে আসার পর CHALLAN NO/ITNS280 এই
লিঙ্কের প্রসিড অপশনে ক্লিক করবেন ।
ইন্ডিভিজুয়াল প্যান কার্ড
হলে সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন পরের অপশন গুলির মধ্যে Other Reciept এই অপশনে টিক
মার্ক দেবেন চাইলে আপনি ডানদিকে দেওয়া স্পেশাল ইনস্ট্রাকশন পড়ে নিতে পারেন । এবার
আপনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে কোনো একটি সিলেক্ট করবেন। পার্মানেন্ট
নাম্বারের জায়গায় আপনার প্যান কার্ড নম্বরটি লিখবেন । অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে
বর্তমান ইয়ার 2023-24 সিলেক্ট করবেন । পরের
ফিল্ডগুলিতে আপনার সম্পূর্ণ এড্রেস ফিলাপ করবেন । সবশেষে
ক্যাপচা ফিলাপ করে প্রসিড এ ক্লিক করে আপনি পেমেন্ট করে দেবেন ।
পেমেন্ট করার সাথে সাথে আপনি
প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেননা । 2 থেকে 4 দিন পর ট্রাই করুন হয়ে
যাবে । 4 দিন পর আবার আপনি যখন লিঙ্ক
আধার অপশনে ক্লিক করে প্যান নম্বর আধার নম্বর বসিয়ে ভ্যালিড এ ক্লিক করবেন তখন আপনার
কাছে একটি মোবাইল নম্বর চাওয়া হবে ।